সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারণার প্রথম দিনেই ধানের শীষ তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ এএম, ৩১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:৫৪ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রচণ্ড শীত উপেক্ষা করে বিএনপি মেয়র প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু হোসেনপুর লাল মসজিদে ফজরের নামাজ জামায়াতে আদায় করে মুসুল্লিদের সাথে সালাম বিনিময় করে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরে তিনি হোসেনপুর ও মালসাপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় জেলা ও স্হানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
আজ বুধবার ( ৩০ ডিসেম্বর ২০) সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হলে দুপুর থেকে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকদের প্রচারণায় মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার পাড়া মহল্লা।
এদিকে প্রচারণার প্রথম দিনেই মেয়র পদে ধানের শীষের প্রচারণা তুঙ্গে ওঠে। বিএনপি দলীয় মেয়র প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ১৪ নং ওয়ার্ড এলাকার চাঁন্দু আলী মোড়ে পৌছলে স্হানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগিতা সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও উৎসুক ভোটাররা ধানের শীষের মুহুর্মুহু শ্লোগানে দিয়ে তাকে স্বাগত জানায়।পরে তিনি সকলকে সাথে নিয়ে মালসাপাড়া, চরমালসাপাড়া ও কাটাবাঁধ এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে যেয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে। পরে তিনি চাঁন্দু আলী চত্বরে পথসভায় বক্তব্যে বলেন,সিরাজগঞ্জ পৌরসভার সকল শ্রেণী পেশা ও মেহনতি মানুষে প্রিয় দল বিএনপি ও তাদের প্রাণের প্রতীক ধানের শীষ। ধানের শীষের বিজয় ঠেকাতে এখনি হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্ত আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জীবনপণ ভোটের লড়াই চালিয়ে যাবো-ইনশাআল্লা। এ সময় জেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তার সাথে উপস্হিত ছিলেন।