সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যোগে গণতন্ত্র হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ এএম, ৩১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:৩২ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যোগে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়।
সকালে শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্য্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবুর সভাপতিত্বে ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেয়নি। ২০১৮ সনের ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে অর্থাৎ ২৯ ডিসেম্বর 'ভোট ডাকাতি' হয়েছে। সেই কলঙ্কের ইতিহাসের ধারাবাহিকতা এই কলঙ্কিত সরকার অব্যাহত রেখেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচন পরিচালনার মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় সমাবেশে বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।