বিএনপির গনতন্ত্র হত্যা দিবস পুলিশি বাধায় ভন্ডুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩ পিএম, ৩০ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১১:১৩ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে গনতন্ত্র হত্যা দিবস পুলিশের বাধায় ভন্ডুল হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জয়পুরহাট স্টেশন রোড সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ পালন করার জন্য নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ নির্ধারিত কর্মসূচি প্রতিবাদ সমাবেশ পালন করবার জন্য দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে কার্যালয় খুলতে পারেনি। বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়।
পুলিশের এমন আচরনের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক। তিনি বলেন এই সরকার স্বৈরাচারী রুপ ধারন করেছে, ঐক্যবদ্ধ আন্দলনের মাধ্যমে এদেরকে নির্বাসনে পাঠানো হবে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক গোলজার হোসেন ও এম এ ওহাব, আহবায়ক কমিটির সদস্য মতিয়র রহমান ,অধ্যাক্ষ আলী হাসান মুক্তা, আমিনুর রহমান বকুল, জেলা যুবদলের সাধারন সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ ।