নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবক উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন শাহার ছেলে।
উপজেলার গনেশপুর ইউপির গত শুক্রবার (১২ নভেম্বর) প্রতিক বরাদ্দের পর গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সাইফুল ইসলাম নামে একজন কর্মীকে মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে ঐ দিন সন্ধ্যায় সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও সতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীর মাঝে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন কর্মী আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরমধ্যে মধ্যে গুরুতর অবস্থায় শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী রানাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাতের কারণে রানার অবস্থার অবনতি হলে আইসিইতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, রানা মারা যাবার কথা শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ করা হয়নি।।