ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ এএম, ২৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:০৮ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার আদমদীঘিতে ডিজিএস ব্রিকস্ ও এমবিসি ইট ভাটায় সরকারি নীতিমালা না মানায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান টিম অভিযান চালিয়ে একটি ইটভাটাই ২০ লাখ জরিমানা ও অপর ইটভাটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান টিম অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান সবুজ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (বগুড়া) মারুফ আফজাল এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় র্যাব স্প্রেশাল কোম্পানীর সদস্য সজল কুমার, আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অবৈধ্যভাবে ইটভাটা চালানোর অভিযোগে ডিজিএস ব্রিকস্ ইটভাটার মালিক মোতালেব হোসেনের ২০ লক্ষ টাকা জরিমানা ও বজলুর রহমান বুলুর এমবিসি ইটভাটাটি ভেঙ্গে দেয় ভ্রাম্যমান টিম।