জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১২ পিএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৬:৫৪ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির কারণে গত দুইদিন ধরে চিকিৎসা দিচ্ছেন না জামালপুর জেনারেল হাসপাতালসহ ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ফলে বর্হিবিভাগে সেবা নিতে আসা শতশত মানুষ চিকিৎসা ও ওষুধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আর চরম বিপাকে পড়েছেন ভর্তি থাকা রোগীরা।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নদের ওপর পুলিশি নির্যাতন ও মারধরের অভিযোগ এনে দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও শাস্তির দাবিতে জেলার সব সরকারি-বেসরকারি ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা একযোগে শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই কর্মবিরতি পালন করছেন।
এতে জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানকে প্রধান করে গঠিত হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রতিবেদন দেয়নি কমিটি। ফলে চিকিৎসক-পুলিশ দ্বন্দ্বের বিষয়টির ফয়সালা হয়নি।
গত শুক্রবার বিকেলে ইকবালপুর এলাকার বাসিন্দা করিমন নেছা (৫৫) নামের এক নারী চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁর স্বজনেরা জরুরি বিভাগ ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা করে মারধর করেন। এই ঘটনায় ওই দিন বিকেলে কয়েক দফায় চিকিৎসক ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
চিকিৎসকেরা জানিয়েছেন, স্বজনেরা তাঁদের ওপর হামলা করলেও পুলিশ অন্যায়ভাবে চিকিৎসকদের লাঠিপেটা ও লাঞ্ছিত করেছে। একসঙ্গে আটজন চিকিৎসককে মারধর করে থানায় নিয়ে গেছে পুলিশ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমকে প্রত্যাহারের দাবিতে আজ সকাল থেকে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিব) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যৌথভাবে কর্মবিরতি পালন করছে।
জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ওই ঘটনায় গতকাল শনিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হল কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসক নেতা, জেলা প্রশাসনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা ছিলেন। সেখানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। হামলার ঘটনায় মামলা হয়েছে থানায়। হামলাকারীদের মধ্য গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।