গৌরীপুরে মনোনয়নকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওসি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৯:৫০ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে চায়নিজ কুড়ালের কোপে আহত হয়েছেন গৌরীপুর ওসি বোরহান উদ্দিন। শনিবার রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে গৌরীপুর মধ্যবাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করে। পুলিশ এমন খবর পেয়ে দ্রুত ওসিসহ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চায়নিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় ওসি বোরহান উদ্দিনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারটি সেলাই দেয়া হয়।
এ ঘটনায় গৌরীপুর থানার এসআই মাইনুল রেজা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে গতকাল রবিবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, নৌকার মনোনয়ন পেয়ে হবির সমর্থকরা আনন্দ মিছিল করে সভা করছিল মধ্যবাজার। এ সময় মনোনয়ন বঞ্চিত নিহত শুভ্রর চাচা সেলিম সমর্থকরা সশস্ত্র হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম সমর্থকরা পুলিশের ওপর হামলা করে ওসি বোরহান উদ্দিনকে কুপিয়ে আহত করে।