সুবর্ণচরে হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ পিএম, ৫ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:১০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। নিহত শেখ ফরিদ সর্দার (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালা মিয়ার ছেলে। নিহত শেখ ফরিদ সর্দার সুবর্ণচরের এক সময়ের ত্রাস দস্যু সম্রাট নোব্বা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিলো। আহত ব্যাক্তির নাম চাঁন মিয়া। তিনি নিহতের বন্ধু বলে জানা যায়।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ ফরিদ সর্দারের ছেলে জাকের অভিযোগ করে বলেন, সকালে তার বাবা বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলা বাজারে ইরি ধান ক্রয় করতে যায়। বাজার থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে পৌঁছলে মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন বাবাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে করে। বাবা নৌকা প্রার্থীর ভোট করায় মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, নিহত ফরিদ সর্দার স্থানীয় দস্যু স¤্রাট নোব্বা চোরা হত্যা মামলার প্রধান আসামি ছিলো। পিতার হত্যার প্রতিশোধ নিতে মৃত নোব্বা চোরার তৃতীয় স্ত্রীর ছেলে সোহাগ, আকবরসহ ১০-১৫ জন ফরিদকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।