বিএনপি নেতা অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুবের স্মরণে কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১ পিএম, ২৭ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৬:৫৯ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব থাকা অবস্থায় অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব গত ১৮ ডিসেম্বর তারিখে মৃত্যুবরণ করেন।
তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, জেলা ছাত্রদলের আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, জেলা জিয়া পরিষদের আহবায়ক সহ জীবদ্দশায় বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে বিএনপির প্রয়াত নেতা অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুবের স্মরণে আলোচনা সভা, কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।
স্মরণসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, আসলাম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট রবিউল হাসান, মিজানুর রহমান বাবলু, আব্দুল মালেক স্বপন, রেজাওয়ানুর রহমান লিটন, বিএনপি নেতা মোঃ আলামিন, কাজিপুর উপজেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান বাবলু, মনজুর রশিদ রানা, ছাত্রদল নেতা রিপন সরকার ও প্রয়াত নেতা রহমতুল্লাহ আইয়ুবের জেষ্ঠ্য ছেলে রাফি সাকিব রহমতুল্লাহ।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব একজন দক্ষ সংগঠক হিসেবে সিরাজগঞ্জ জেলা ও কাজীপুর উপজেলা বিএনপি-কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা হিসেবে সংগঠনের জন্য তার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রাবস্থা থেকেই তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মতো একজন নির্ভিক, সাহসী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতার পৃথিবী থেকে চলে যাওয়া সিরাজগঞ্জ বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্মরণ সভার আগে কোরআনখানী ও পরে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ নুরুন্নবী।
উল্লেখ্য স্বৈরাচারী এরশাদের সামরিক ট্রাইব্যুনালে তৎকালীন তুখোড় ছাত্রদল নেতা রহমতুল্লাহ আইয়ুবকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠালে তৎকালীন বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জে সফরে এসে জেলখানায় তাকে দেখতে যান এবং মামলার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন।