কোষ্টগার্ডের অভিযানে অবৈধ জাল আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ এএম, ২৭ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:০৭ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও চরঘেরাজাল আটক করেন কোষ্টগার্ড সদস্যরা।
আটককৃত অবৈধ কারেন্টজাল ও চরঘেরাজাল শশীগঞ্জ সুইসঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৬ ডিসেম্বর) তার নেতৃত্বে কোষ্টগার্ডের একটি টিম দিনভর মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৫ হাজার মিটার চরঘেরাজাল আটক করা হয়। আটককৃত জাল বিকাল ৫টায় শশীগঞ্জ সুইসঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।