চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ২৬ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১০:৫৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম নগরীর জুবিলী রোড এলাকায় একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সালাউদ্দিন (২০) ঘটনাস্থলে এবং শুক্কুর (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মহসিন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, মাঠটি একটি বাহিনীর কাছ থেকে ইজারা নিয়ে ভাড়া দেন সাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি। তার তত্ত্বাবধানে মাঠের চারপাশে ইটের সীমানা দেয়াল নির্মানের কাজ চলছিল। আজ দুপুর ১২টার দিকে মাঠের পশ্চিম পাশে টিলার দিকের কাঁচা দেয়ালটির বড় একটি অংশ নির্মাণশ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সালাহউদ্দিন মারা যান। শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর পৌনে দুইটার দিকে তিনি মারা যান।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ মালেক জানান, দুবাই-বাংলা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান জায়গাটি ইজারা নিয়েছিল। নিহত দুই শ্রমিক এনায়েত বাজার তুলাতলী এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
নিহত সালাউদ্দিনের বড় বোন রিমা আক্তার জানান, বাবা-মা মারা যাওয়ার পর সালাউদ্দিন তার বাসায় থাকেন। গত এক মাস ধরে তিনি এখানে কাজ করছিলেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান ভেঙে পড়া দেয়ালটি প্রায় ৫০ ফুট দীর্ঘ এবং ১০ ফুট উঁচু। তারা নির্মাণ কাজের গাফিলতিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেন।