গফরগাঁও পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির নেত্রীবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ২৬ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন এর পক্ষে ভোট চাইলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু সহ স্থানীয় নেত্রীবৃন্দ।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় রেল ষ্টেশন থেকে শুরু করে মধ্যবাজার এই প্রচার কাজ শুরু হয়।
এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, আইনের শাসন নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোনও অধিকার নেই। এ নির্বাচন ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন, এ নির্বাচন মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন, এ নির্বাচন দেশমাতা বেগম খালেদা জিয়ার সত্যিকারের মুক্তির নির্বাচন।
আক্তারুজ্জামান বাচ্চু গুম হয়ে যাওয়া গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তামাশার নির্বাচন না করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ারও আহ্বান জানান।
আজ সকাল ৯ টায় রেল ষ্টেশন থেকে শুরু করে মধ্যবাজার, শিবগঞ্জ রোড হয়ে ষোলহাসিয়া পর্যন্ত প্রচারনায় বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য জালাল উদ্দিন, বিএনপি নেতা আবু সাহিদ মাস্টার, বজলুর রহমান, আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন, আবুল কালাম, মাহবুব রহমান, শামছুল আলম ফুল মিয়া, আমিনুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম, যুবদল নেতা বুলবুল সরকার, মোহাইমিনুল ইসলাম জনি, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুল হোসেন রুবেল, রিপন আহমেদ সরকার, গফরগাঁও উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ মাহমুদ সেলিম, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রুবেল, আরিফুল ইসলাম, ইবনে আজাদ কল্লোল, মাজহারুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।