চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের বাস টার্মিনাল মুখি র্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার (২৫ অক্টোবর) রাতে ফাটল চিহ্নিত হওয়ার পর থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান এ প্রসঙ্গে বলেন, কি কারনে ফ্লাইওভারে ফাটল ধরলো এবং এটি ঝুঁকিপূর্ণ কি-না তা মঙ্গলবার (আজ) সরেজমিন পরিদর্শন করে দেখা হবে। অতিরিক্ত ভারি যানবাহন চলাচলের জন্যও এমন ফাটল হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
জানা গেছে, চান্দগাঁও থানার আওতাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের বহদ্দারহাট বাস টার্মিনাল অভিমুখী র্যাম্পের একটি পিলারে বড় ধরনের ফাটল দেখা যায়। সোমবার রাতে এটি নজরে আসার পর পুলিশ তাৎক্ষনিকভাবে বিষয়টি চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অবহিত করে।
এছাড়া যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই র্যাম্পে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে বহদ্দারহাট ফ্লাইওভারটি নির্মিত হয়। এতে ব্যয় হয়েছিলো ১০৬ কোটি টাকা। ফ্লাইওভারটি নির্মানকালে উপর থেকে গার্ডার ধসে বহদ্দারহাট এলাকায় ১৩ জনের প্রাণহানি ঘটেছিলো।