সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে ধানের শীষে ভোট দিন-বিএনপি মেয়র প্রার্থী বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:৪১ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু দেশের মানুষেরা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে এবং কারান্তোরীণ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।
আজ শুক্রবার (২৫ জানুয়ারী) ধানবান্ধিস্হ বিএল সরকারী উচ্চ বিদ্যালয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
জুম্মা নামাজের খুৎবা পড়ার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মুসল্লীদের নিকট দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করে এ কথা বলেন। জুম্মার নামাজ শেষে মসজিদের বাহিরে এসেও স্হানীয় মুরব্বিদের নিকট দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন,নুর কায়েম সবুজ,সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, শহর বিএনপি নেতা শহিদুল ইসলাম,জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক,সদস্য সচিব হাফেজ মোঃ নুরুন্নবী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্পাদক সেরাজুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা আহসান হাবিব উজ্জল সহ আরো অনেকে।
পরে তিনি ইবি রোডস্থ বিএনপির প্রয়াত নেতা জেলা বিএনপির সহ সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক নব্বই আন্দোলনের তুখোড় ছাত্রনেতা মরহুম অধ্যাপক রহমত উল্লাহ আইয়ুবের কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেনে। এ সময় বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
সকালে জেলা বিএনপি অফিসে পৌর বিএনপির আহবায়ক এডভোকেট ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সিরাজগঞ্জ পৌর বিএনপির মেয়র নির্বাচনের প্রস্তুতি সভায় বিএনপি প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু তাতে অংশ নিয়ে বলেন নিশিরাতের ভোট ডাকাতির সরকার, ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে এক নাৎসী-রাজ কায়েম করা হয়েছে। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং মানবিক মর্যাদা ভুলুন্ঠিত করে দেশে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ধরণের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।"