বগুড়ার শিবগঞ্জ দাড়িদহ স্কুলের মাঠ সংকুচিত করে দোকান ঘর নির্মান, অসন্তোষ চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:৫১ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার শিবগঞ্জ উপজলোর দাড়িদহ বহুমুখী উচ্চ বদ্যিালয়ের স্কুল মাঠ সংকুচতি করে আইন বর্হিভুতভাবে পাকা দোকান ঘর নির্মান করছে স্কুল র্কতৃপক্ষ। এ নিয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদরে মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লষ্টি র্কতৃপক্ষ অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।
এব্যাপারে দাড়িদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলাম মোস্তফা বলেন, নীতিমালা মেনেই স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক দুটি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রয়োজনে আরও দোকান ঘর নির্মাণ করা হবে।
তিনি আরো জানান, প্রতিটি দোকানঘরের পজিশন বাবদ এক লক্ষ টাকা করে নেয়া হচ্ছে। যারা দোকান বরাদ্দ নিতে ইচ্ছুক তাদেরকে উক্ত টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ময়দান হাটা শাখায় জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে একজন এক লাখ টাকা জমা দিয়েছেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, দোকান ঘর নির্মানের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। যদি স্কুল কতৃপক্ষ নিয়ম বহির্ভুতভাবে দোকান ঘর নির্মান করে থাকেন তবে মাধ্যমিক শিক্ষা কতৃপক্ষের পরামর্শ সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।