নোয়াখালীতে সাবেক পেশকারের ৩ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ১৩ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নোয়াখালী হাতিয়া জজ আদালতের সাবেক পেশকার ফজলুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে দুদকের বিশেষ জজ এএনএম মোরশেদ খান এ দন্ডাদেশ প্রধান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা পরিচালনাকারী দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ফজলুল হক জেলা জজ কোর্টে পেশকার হিসেবে কর্মরত ছিলেন। গত ২০১৪ সালে তার স্ত্রী গৃহিনী দেল আফরোজের নামে থাকা ৫ কোটি ২৭ লাখ টাকার সম্পত্বির হিসাব ও চাকরি ছাড়া তার আয়ের উৎস জানতে চেয়ে দুদক থেকে নোটিশ করা হয়। কিন্তু ফজলুল হক দুদকের কাছে সম্পত্বির হিসাব দাখিল করতে পারেনি। তৎকালীন দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক নিরাপদ স্বর্ণকার বাদী হয়ে ফজলুল হককে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে ও পেশকার পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে চাকরিচ্যুত করা হয়।
দুদকের পিপি আবুল কাশেম আরো জানান, মঙ্গলবার বিকালে জেলা বিশেষ জজ কোর্টের মামলাটি রায় দেন দুদকের বিশেষ বিচারক এএনএম মোরশেদ খান। অভিযোগ প্রমাণিত হওয়ায় ফজলুল হককে তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।