কুষ্টিয়ায় মাদক মামলায় চিকিৎসকের ১৫বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৬:০২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়ায় মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিৎসককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রবিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এসময় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান ফিরোজ আদালতে উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান ফিরোজ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।
এছাড়াও অভিযোগ প্রমাণ না পাওয়ায় অপর দুইজনকে বেকসুর খালাশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার পৌরসভা এলাকার একটি 'স' মিলের ভেতর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন কালে কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজসহ ৩ জনকে আটক করে পুলিশ।
এ সময় তাদের দেহ ও ঘর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়। রায় ঘোষণা শেষে আসামি ডা. আসাদুজ্জামান ফিরোজকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।