কোম্পানীগঞ্জে সড়কে গ্যাসের রাইজার রেখেই ঢালাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:১৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট-করালিয়া সড়কে গ্যাসের রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাইজার সরিয়ে নিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর শাখায় বেশ কয়েকবার চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু অর্থ বরাদ্দ পাওয়া হয়নি বলে রাইজার সরিয়ে নিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দুই প্রতিষ্ঠানের টানাটানির মধ্যেই সড়কে রাইজার রেখে ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতাষ্ঠান।
জানা যায়, বসুরহাট-করালিয়া সড়কে শেষ মূহুর্তের ঢালাইয়ের কাজ চলছে। রাস্তার মাঝখানে বিভিন্ন স্থানে রয়েছে গ্যাসের রাইজার। এসব রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, রাইজার রেখে ঢালাই দেওয়ায় গাড়ি চলাচলের সময় যে কোনো ধরণের বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কেননা এর দায় কাউকে না কাউকে নিতে হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মুন্না বলেন, প্রকল্পের কাজ শেষ করতে আমাদের তাগিদ রয়েছে। তাই ৪ ফুট করে জায়গা খালি রেখে ঢালাই দিতে হচ্ছে। এটা সরালে আমরা ফের এসে এ কাজটুকু শেষ করবো।
সড়ক ও জনপদ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেছেন, সড়ক থেকে রাইজার সরিয়ে নিতে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর শাখায় বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তাদের বার বার চিঠি দেওয়ার পরও তারা রাইজারগুলো সরিয়ে নেয় নি। এখন তাদেরকে বলবো তারা যেনো দ্রুত রাইজারগুলো সরিয়ে নেয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর রাজস্ব ও হিসাব শাখার (মাইজদী) সহকারী কর্মকর্তা আসগার হোসাইন বলেন, রাইজার সরিয়ে নিতে অর্থ বরাদ্দের প্রয়োজন। সড়ক বিভাগ আমাদেরকে রাইজার সরিয়ে নিতে কোনো অর্থ বরাদ্দ দেয়নি। তারা যদি আমাদের অর্থ বরাদ্দ দেয় তাহলে আমরা দ্রুত রাইজার গুলো সরিয়ে নিবো।