ভাসানচরে রোহিঙ্গাদের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।
গতকাল রবিবার (১০ অক্টোবর) জাতিসংঘ ও শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে মিছিলে শ্লোগান দেন রোহিঙ্গারা। ওয়েলকাম ইউএন, ওয়েলকাম ইউএনএইচসিআর, থ্যাংক ইউ ইউএন, উই আর হ্যাপি' শ্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল হাতে হাতে।
গতকাল দুুপুর ৩টার দিকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের রোহিঙ্গাদের আয়োজনে ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের সিআইসি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রোহিঙ্গা বাজারে গিয়ে শেষ হয়।
গত শনিবার টেলিভিশনে জেনেছেন তাদের ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ নিয়েছে ফলে তাদের কোন সমস্যা আর থাকবে না বলে অনেকে মন্তব্য করছেন। তারাও তাদের দেশে ফিরে যেতে চায় তবে নিরাপদ না হওয়া পর্যন্ত তারা সেখানে যেতে চান না।
জানা যায়, এ বছর শুরু থেকে সরকার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাপ কমাতে এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১' জন রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করে। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪০৯ জন, নারী ৫ হাজার ৩১৯ এবং ৮ হাজার ৭৯০ জন শিশু রয়েছে। ১দিনের শিশু থেকে সেখানে ৭০ উর্ধ্ব নারী পুরুষও রয়েছে।
শুরু থেকে এখানে ৫৫ টি বেসরকারী সংস্থা রোহিঙ্গাদের বসবাস উপযোগী করতে কাজ শুরু করে। ইতিমধ্যে ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল ছাড়াও ইসলামি সহযোগিতা সংস্থা সমুহ ইউএনএইছসি আরসহ বিভিন্ন কুটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা ভাসানচরে এসে এখানে বসবাসরত রোহিঙ্গাদের অবস্থা অবহিত হয়।
এ ছাড়া এখানে ২০ শয্যার একটি হাসপাতালও রয়েছে। পাশাপশি আইনশৃঙ্খলা ঠিক রাখতে এখানে একটি পূর্নাঙ্গ থানা রয়েছে।