ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হেলে পড়লো বিদ্যুতের খুঁটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৮ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এতে বিদ্যুতের ৪টি খুঁটি ভেঙে গেছে ও ৪টি খুঁটি হেলে আন্ডারপাসের উপরে গিয়ে পড়েছে।
গতকাল শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সেসময় বিদ্যুতের খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমার রাস্তায় পড়ে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। তবে স্বস্তির বিষয় এতো মারাত্মক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ড্রেন নির্মাণের কাজ হচ্ছিল কত ৩-৪ দিন যাবৎ। ড্রেন নির্মাণের জন্য মহাসড়কের পাশে মাটি খুড়ার ফলে পাশে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ার অংশ উন্মুক্ত হয়ে যায়। ফলশ্রুতিতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সম্পূর্ণ খামখেয়ালিপনার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি মধ্যরাতে না ঘটে দিনের বেলায় ঘটলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো তা কল্পনা করা যায়না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ (সাসেক) প্রকল্পের উপ সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুর রহমান বলেন, ‘আমরা ড্রেন নির্মাণের জন্য মাটি খননের দুইদিন পর এই ঘটনা ঘটেছে। তবে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।’
মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জাকির হোসেন বলেন, সড়ক ও জনপদ বিভাগ চরমভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কাজের আগে তারা আমাদের বিষয়টি জানালে এই দুর্ঘটনা ঘটতো না। তবে আমরা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।