বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা : ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ এএম, ২২ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৪৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির (ধানের শীষ) মেয়র প্রার্থী আতাউর রহমান আতার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এসময় ১০/১২ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্তত ১২জন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশেরচর গ্রামে অ্যাডভোকেট শাহজাহানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে চারবার নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানানো হয়।
প্রচারণার সময় মেয়র প্রার্থী আতাউর রহমান আতা, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম-আহ্বায়ক আ ফ ম নুরতাজ আলম বাহার, মাকসুদুর রহমান মুকুল, মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান ও আনোয়ার মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিকে বেলা তিনটার দিকে সদর থানার সামনে পুলিশের উপস্থিতিতে ধানের শীষের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেয়া হয় মাইকম্যানের মোবাইল ফোন। তাকে মারধর করে প্রচারণা বন্ধ করার হুমকি দেয়া হয়। এর আগের দিন রবিবারও মারধর করা হয়েছে বলে মাইকম্যান মামুন জানিয়েছেন।
আতাউর রহমান আতা বলেন, ১০/১২ জন যুবক বেতের মোটা লাঠি নিয়ে আমার জনসংযোগে অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের গলায় নৌকা প্রতীকের ব্যাজ লাগানো ছিল।
গণমাধ্যমের কাছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিদিনই আমার কর্মীদের মারধর ও হামলার শিকার হতে হচ্ছে। প্রচারণার মাইক ছিনিয়ে নেয়া হচ্ছে। পুলিশ নিয়ে আমার বিভিন্ন কর্মীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩০ তারিখ পর্যন্ত কেউ যেন মানিকগঞ্জে না থাকে, না হলে তাদেরকে মামলা দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে।
সরকারি সন্ত্রাস শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা মর্মাহত। তারা নির্বাচন আদৌ করতে দেবেন কিনা আমরা সন্দিহান।
উল্লেখ্য, এর আগে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়।