ফরিদগঞ্জে অটো রিক্সা চালকদের বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ পিএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৬:২৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা চালক এবং শ্রমিকরা আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধনে প্রায় দুইশতাধিক চালক ও শ্রমিক অংশ নেয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের জেলা নেতা কমরেড শাহজাহান তালুকদার ও স্থানীয় নেতা কমরেড হারুনুর রশীদ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই সময় বক্তারা, ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকা চালিত ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা রেজিষ্ট্রেশন অতিরিক্ত ফি বৃদ্ধি প্রত্যাহারসহ তাদের ৫ দফা দাবী সরকার ও কর্তৃপক্ষকে মেনে নেওয়ার আহ্বান করেন। পরে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।