তজুমদ্দিনে ঔষধ কোম্পানির সাথে প্রাণি সম্পদ কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২১ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১০:১৫ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে SK+F ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ভেটেনারী সার্জন ডা. সাইফুল আজম, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাকির হোসেন, ঝক+ঋ ঔষধ কোম্পানির রিজিওনাল সেলস্ ম্যানেজার কৈশিক দত্ত, ফিল্ড ম্যানেজার মোঃ বাচ্চু মিয়া, টেকনিক্যাল সার্ভিস অফিসার সাইফুল ইসলাম হামীম প্রমুখ। অনুষ্ঠানে টেকনিক্যাল সেশন করেন ডা. আরিফুল ইসলাম খাঁন।