সীমান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা উত্তোলন-কালো ব্যাজধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ পিএম, ২১ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:৫৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে নির্বিচারে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আজ সোমবার সিরাজগঞ্জে বিএনপি কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজধারণ কর্মসূচি পালন করেছে।
সকালে ইবি রোডস্থ জেলা বিএনপির অফিসে কালো পতাকা উত্তোলন করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, নিশিরাতের ভোট ডাকাতি সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে এবং এতে ভারত-বাংলাদেশ সীমান্ত একটি ভয়ঙ্কর বধ্যভূমিতে পরিণত হয়েছে। এটা কেবলমাত্র গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়ই নয়,আওয়ামী সরকারের ভ্রষ্টাচার এবং সীমান্ত হত্যার দায় বাংলাদেশ সরকারও এড়াতে পারে না।জনসমর্থনহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসাহস দেখাতে পারছে। এই সরকারের হাতে স্বাধীন পররাষ্ট্রনীতির মৃত্যু ঘটেছে।
এ সময় উপস্থিত ছিলনে জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,আসলাম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শামীম হোসনে,সহ দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল,কাজিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিনু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু,জেলা মৎসজীবী দলের সদস্য সচিব আলমাস হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজধারণের কর্মসূচি পালন করে।