সাতকানিয়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— মো. নুরুল হাসান (৫০), আবদুল মালেক (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদীর বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উপজেলার তুলাতলীতে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।