শরীয়তপুর পৌরসভায় প্রধান ৩ দলের প্রার্থী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২০ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১২:২৯ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে
১। এ্যাড. মো: লুৎফর রহমান ঢালী-বিএনপি।
২। এ্যাড. পারভেজ রহমান জন-আওয়ামীলীগ।
৩। সাহিদ সরদার-জাতীয় পার্টি।
দেশে পৌরসভা নির্বাচনের ২য় ধাপে শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুর পৌরসভা বিএনপি'র সভাপতি ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মো: লুৎফর রহমান ঢালী। জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি প্রায়ত এ্যাড. হাবিবুর রহমানের পুত্র, হাইকোর্টের আইনজীবী, শরীয়তপুর জজকোর্টের এপিপি এ্যাড. পারভেজ রহমান জন। আওয়ামীলীগের দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার সরদার একেএম চাঁন মিয়া'র পুত্র ও শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: সাহিদ সরদার। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার শনিবার (১৯ ডিসেম্বর ২০২০) শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা'র নিকট তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান মাসুদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলো শরীয়তপুর পৌরসভা নির্বাচনে তাদের প্রার্থী চূড়ান্ত করার পরপরি প্রার্থীরা তাদের কর্মীসহকারে পোষ্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে নিজ নিজ প্রচার প্রচারনা শুরু করেন। আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।