কুষ্টিয়ার কুমারখালীতে একই ব্যাক্তির দুইবার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:২০ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
অবিশ্বাস্য হলেও সত্য, কুষ্টিয়ার কুমারখালীতে একই ব্যাক্তি ৫ বছর ব্যবধানে দুইবার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল রহিম বিশ্বাসের পুত্র আব্দুল রশিদ বিশ্বাস গত ১৫/০৯/২০০৮ ইং তারিখ মৃত্যুবরণ করে। যাহা সদকী ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার নং-১, পাতা নং-১০৪, ক্রমিক নং-১৩৮, মৃত্যু সনদ প্রদান করে।
পূণরায় একই ব্যাক্তি কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাসির বিশ্বাস (চাচাত ভাই) এর বাড়িতে আব্দুল রশিদ বিশ্বাস মৃত্যুবরণ করেন, মর্মে কুমারখালী পৌরসভা কর্তৃক ১৩/০১/২০১৩ ইং তারিখ প্যানেল মেয়র স্বাক্ষরিত মৃত্যু সনদ প্রদান করেণ। যার রেজিস্ট্রার নং-৮৪, পাতা নং-১৯৮, বহি নং-২০০৮-২০১২ইং।
এব্যপারে নাসির উদ্দিন বিশ্বাস ভূয়া মৃত্যু সনদের সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়ে জেলা দূর্ণীতি কমিশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র কুমারখালী পৌরসভা ও চেয়ারম্যান সদকী ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মৃত আব্দুল রশিদ বিশ্বাসের চাচাতো ভাই নাসির বিশ্বাস বলেন রশিদ বিশ্বাস ১৫/০৯/২০০৮ ইং তারিখ পাথরবাড়ীয়া গ্রামে মৃত্যুবরণ করে। নাসির বিশ্বাস এই প্রতিনিধির কাছে বলেন সদকী ইউনিয়নের মৃত্যু সনদ, ভোটার আইডি কার্ড এমনকি রশিদ বিশ্বাস সদকী ইউনিয়ন থেকে প্রতিবন্ধি ভাতা উত্তোলন করতেন।
এব্যাপারে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ খান বলেন, আমার ওয়ার্ডে কেহ মারা যাবে আমি জানবনা তাই কি হয়। আব্দুল রশিদ বিশ্বাস নামে কোন ব্যাক্তি মৃত্যু সেতো দূরের কথা এই নামে কোন বাসিন্দা আমার ওয়ার্ডে ছিলোনা। এই ভূয়া মৃত্যু সনদের সাথে জড়িতদের শাস্তি দাবী করছে।