আলফাডাঙ্গার ৫ টাকার চিপস কিনলেই মিলছে অবিকল ১০০০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:৫৮ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন বাজারে ৫ টাকার বেনামা কোঃ চিপস কিনলেই মিলছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অবিকল ১০০০ টাকার নোট।
আজ শনিবার বিকালে উপজেলার দিগনগর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখগেছে পাইকের চিপস বিক্রেতা ভ্যানে করে ওই অনুমোদন বিহীন চিপস বহন করছেন সেই চিপস এর বান্ডিলের উপরে হাজার হাজার টাকার নোট রয়েছে। সেই চিপস গুলি দোকানিদের কাছে বিক্রি করছেন।আর সেখান থেকে ছোট ছোট ছেলে মেয়েরা ওই বেনামা কোঃ চিপস গুলি কিনছে।
অবিভাবকদের অভিযোগ ওই টাকার লোভে শিশুরা বার বার চিপস গুলি কিনছে। তবে টাকা গুলি হুবহু হলেও টাকার ডান পাশে ছোট অক্ষরে খেলনা টাকা লেখা রয়েছে যেটা সহযে চেনার উপায় নাই।
এ বিষয়ে ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কবির হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনাকরে বলেন দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের ক্ষতিসহ সাধারণ মানুষ প্রতারনার শিকার হতেপারেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন বিষয়টি দেখবো।