নান্দাইলে অপহরণ মামলা নিচ্ছে না পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ এএম, ২০ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১২:৫৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের নান্দাইলে লিমা আক্তার নামে দুই সন্তানের জননীকে অপহরণ করার ঘটনায় অভিযোগ দায়ের করলেও মামলা নিচ্ছে না থানা পুলিশ। মামলা না নেয়ার পিছনে বাদীর নিকট থেকে বিশ হাজার টাকা দাবি করেছে বলে বাদী মো. আল আমিন মিয়া জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত লিমা আক্তার (৩০) নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মো. আল আমিনের স্ত্রী।
গত এক সপ্তাহ পূর্বে (১০ নভেম্বর) সন্ধ্যার পর একই গ্রামের প্রতিবেশী মো. তপু আকন্দ তার সহযোগীদের নিয়ে সিএনজি গাড়ি যোগে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় স্বামী আল আমিন তার দু মেয়ে শিশু সন্তান বর্ষা আক্তার (২০ মাস) ও বৃষ্টি আক্তার (৭)কে কাঁধে করে সঙ্গে নিয়ে নিজে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগ দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও থানা পুলিশ উক্ত ঘটনার মামলা নিচ্ছেন না। মামলার বাদী জানায়, লিখিত অভিযোগ দায়েরের পর নান্দাইল মডেল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেলেও বাদীর নিকট যাতায়াত খরচ বাবদ তিন হাজার টাকা চাইলে বাদী ১৫০০ টাকা দিয়ে বিদায় দেন। কিন্তুু পরবর্তীতে মামলা এফআইআর করার কথা বললে এসআই আসাদুজ্জামান উক্ত বাদীর নিকট ২০ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিতে না পারলে দাখিলকৃত অভিযোগ থানা হতে ফেরত নেয়ার কথা বলেন। বাদী একজন অটো রিকশাচালক হওয়ায় টাকা দিতে না পারায় ও পুলিশের সহায়তা না পাওয়ায় জেলা পুলিশ সুপারের নিকট উক্ত এসআইয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, আমি তদন্ত করে বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে জানিয়েছি, মামলা এফআইআর করার দায়িত্ব আমরা না। অপরদিকে অপহরণ মামলার অভিযোগ তুলে নেয়ার জন্য একটি অপহরণকারীর প্রভাবশালী মহল বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বলে বাদী আলআমিন জানান। বর্তমানে বাদী তার অপহৃতা স্ত্রীকে ফিরে পাওয়াসহ অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের নিকট জোর দাবি জানান।