সিরাজগঞ্জে ক্রিকেট লীগ'২০২০ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ পিএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:৫৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যাপস্থাপনায় শুরু হয়েছে ২য় মল্লিকাজান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ'২০২০। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড.ফারুক আহাম্মদ প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করেন।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ড.ফারুক আহাম্মদ এ ক্রিকেট লীগ উদ্বোধন করেন।
তিনি বলেন প্রতিযোগীতার জয় পরাজয় কিম্বা পুরষ্কারই মুখ্য বিষয় নয়, প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে, আরও এগিয়ে যাওয়া, বড় হওয়া, মহৎ হওয়া, সর্বোপরি দেশ ও জাতির সম্মান, গৌরব সমুন্নত রাখা।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ক্রিকেট উপ কমিটির আহবায়ক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ন সম্পাদক ও ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব সনজয় সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট মিডিয়া কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন।
আলোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড.ফারুক আহাম্মদ আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে ২য় মল্লিকাজান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ'২০২০ এর শুভ উদ্বোধন করেন এবং ফুল দিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় করেন।
গতবারের মতো এবারও প্রথম বিভাগ ক্রিকেট লীগে ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন অগ্রদূত সংঘের মুখোমুখি হয় অভিযাত্রী সংঘ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, হাফিজুল ইসলাম, আশফাকুজ্জ আজিজ সুমন সহ ক্রিকেট উপ কমিটির সদস্য ও ক্লাব কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং উদ্বোধনী খেলায় দর্শক সমাগম ছিলো চোখে পড়ার মত।