ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের সিইও আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০২ পিএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৯:৩১ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরুজ্জামান।
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলার মহানন্দা সেতুর টোলঘরসংলগ্ন শিবতলা থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় সাজিদ নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। কানসাটের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা সাজিদ রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, ‘কোল্ড ড্রিংকসের পাঁচটি বড় বোতলে ভরে নুরুজ্জামান তার সরকারি গাড়িতে করে ফেনসিডিল নিয়ে রাজশাহী আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন খবর পেয়ে তাকে ফেনসিডিল ও গাড়িসহ আটক করে।’
পাঁচটি বোতলে থাকা ফেনসিডিলের পরিমাণ কমপক্ষে প্রায় ৬৫ বোতলের সমান হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ বিষয়ে বলেন, ‘আটকের পর তিনি (নুরুজ্জামান) নিজেকে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন। তখন তাকে সার্কিট হাউজে রাখা হয়।’
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘টেলিভিশনে নুরুজ্জামানকে আটকের খবর দেখছি। এরচেয়ে বেশিকিছু আমার জানা নেই। এ ব্যাপারে কেউ আমাকে জানাননি।’
উল্লেখ্য, ২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন নুরুজ্জামান। তখন তিনি নিয়মিত ফেনসিডিল সেবন করতেন বলে মুখে মুখে ছড়িয়ে পড়ে। এমনকি জেলার চারঘাট ও বাঘা উপজেলার সীমান্ত এলাকায় সরকারি গাড়ি নিয়ে চলে যেতেন তিনি। ওই সময় মাদকাসক্ত অবস্থায় প্রায়ই মানুষকে লাঠিপেটা করাসহ মারামারিতে জড়িয়ে পড়তেন বলেও অভিযোগ রয়েছে।