সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক রহমতউল্লাহর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৫:৫১ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিরাজগঞ্জ শহরের ইবি রোডের মরহুম আব্দুল জব্বার মাস্টারের ছেলে অধ্যাপক রহমতউল্লাহ আইয়ুব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার সময় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই ভাই, দুই বোন সহ অনেক আত্নীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীসহ অনেক ভক্ত অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ষদিন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক রহমতউল্লাহ আইয়ুব রাজনৈতিক জীবনে ছিলেন তুখর নেতা যেখানে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র-গণআন্দোলনের তুখোড় ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, জেলা জিয়া পরিষদের সাবেক আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্বৈরশাসক এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তৎকালীন ছাত্রদল নেতা রহমতউল্লাহ আইয়ুব সহ অন্যদের সাথে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় সামরিক ট্রাইবুনাল সাজা প্রদান করে কারাগারে পাঠালে তৎকালীন বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জে রাজনৈতিক সফরে এসে কারাগারে তাদের সাথে দেখা করেন এবং মামলা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।
শুক্রবার বাদ আসর মালসাপাড়া পৌর কবরস্থান ঈদগাহ মাঠে মরহুম অধ্যাপক রহমতউল্লাহ আইয়ুবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জানাজা নামাজের আগে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে সাকিব রহমতউল্লাহ রাফি, বড় ভাই মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পৌর মেয়র টি আর এম নুরে আলম হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বাগবাটি কলেজের সাবেক অধ্যক্ষ বদিউর রহমান, সিরাজগঞ্জ জেল ড্রাগ এন্ড ক্যামিষ্ট সমিতির অবৈতনিক সদস্য সচিব আশরাফুল ইসলাম ধুলু ও কাজিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু। জানাজা নামাজে ইমামতি করেন কড়িতলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ মনিরুজ্জামান।
জানাজা নামাজ শেষে মালসাপাড়া পৌর কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির রাজনীতির নিবেদিত প্রাণ অধ্যাপক রহমতউল্লাহ আইয়ুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান সহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।