শ্রীপুর কলেজে অস্ত্র নিয়ে ছাত্রলীগের মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৮ পিএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ছাত্রদলের নেতা কর্মীদেরকে মারধররে অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা, সদস্য সচিব নাজমুল হোসাইন, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।
কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা বলেন, কলেজে ক্লাশ করতে যাওয়ার পরপরই প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ নেতা সাইফ হাসানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়।
কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাইফ হাসান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা আপত্তিকর শ্লোগান দেয়। এ সময় আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাঁধা দেই। তবে কোন হামলার ঘটনা ঘটেনি।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।