দোহারে পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১০:০৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকার দোহার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. হাফিজুর (৩৫) নামে এক শ্রমিককে মারধর করেছে আকবর হোসেন ও টুটুল নামে দুই ব্যক্তি।
গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা মেঘুলা বাজারে তাকে মারধর করা হয়। এই ঘটনায় হাফিজুর দুইজনকে আসামি করে দোহার থানায় একটি জিডি করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শিমুলিয়ার বাসিন্দা হাফিজুর গত রোজার মাসে একই এলাকার আকবরের বাড়িতে শ্রমিকের কাজ করেন। কাজের পারিশ্রমিকের টাকা পরিশোধ না করায় একাধিকবার আকবরের কাছে টাকা চাইতে যায় সে। টাকা না দেওয়ায় আকবর ও হাফিজুরের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে হাফিজুরকে মেঘুলা বাজারে ডেকে নিয়ে মারধর করে। এসময় হাফিজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আকবর জানান, আমাদের দুজনের সাথেই হাতাহাতি হয়েছে। হাফিজুরের মাথায় কিভাবে আঘাত লাগে তা আমি জানি না।
এবিষয়ে দোহার থানার ডিউটি অফিসার এসআই সাদিকুজ্জামান জানান, এই ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।