দুই ভাইয়ের জমির বিরোধে প্রান গেলো দুলাভাইয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ এএম, ১৮ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৬:২০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কর প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের মধ্যকার জমি সংক্রান্ত বিরোধে প্রাণ হারান তাদের দুলাভাই হাজী আহসান আলী।
গতকাল বুধবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কর প্রামানিকের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারপিট করছিল। এমন সময় ফজলুল হকের ফুফা, বক্কর প্রামানিক ও তার ভাই আমোদ আলী প্রামানিকের দুলাভাই হাজী আহসান আলী থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরও অন্তত ৫ জন।
নিহত ব্যবসায়ী হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে। তিনি এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার ইমনের বাবা।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও হয়েছে।