তজুমদ্দিনে খাবারে নেশা দ্রব্য মিশিয়ে টাকাসহ স্বর্ণালংকার লুট, আহত-৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১০:৩৮ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী। এঘটনায় একই পরিবারের ৭ জন খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ৫ জনকে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ফজলে এলাহির বাড়িতে এঘটনা ঘটে বলে জানিয়েছে (ওসি) এস এম জিয়াউল হক ।
তিনি আরো জানান, রাত ১১ টার দিকে পরিবারের সবাই এক সাথে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুষ্কৃতিকারীরা ঘরে ডুকে নগদ ৬৭ হাজার টাকা, স্বর্ণের চেইন ২টা, কানের দুল ২ জোড়া, এন্ড্রোয়েড মোবাইল ফোন সেট ৩টা, বাটনসেট ১টা সহ ঘরের মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ওই পরিবারের ৭ সদস্যের সবাই অচেতন হয়ে পড়েন। তারা হলেন, ফজলে এলাহি (৬০), মিনারা বেগম (৫০), ভূট্টো (২৫), ছোটন (৩০), জিসা (১০), নাসিমা বেগম (২৫) ও জোসনা বেগম (২০)। পরে সকালে বাড়ির পার্শ্ববর্তী লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, রাতের খাবারের সাথে দুষ্কৃতিকারীরা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় এবং পরিবারের সকলেই অজ্ঞান হয়ে পরে, ঘটনা শোনার পর হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে। ভোক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।