কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকার হেরোইন ও চোলাই মদসহ আটক- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:১০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার ও পাঁচ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।
সে সময় একজন পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত চারজনের দেহ তল্লাশি করে সর্বমোট ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মধ্য পানজোড়া গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র কামাল পাঠান @ মানজুর কাছ থেকে ২০০ গ্রাম, মৃত আতাবুর সিকদারের পুত্র সজিব সিকদারের কাছ থেকে ১০০ গ্রাম, বাগদী গ্রামের আঃ মান্নানের পুত্র মাসুম মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম এবং তুমুলিয়া গ্রামের মৃত ছফুর উদ্দিন শেখের পুত্র ইয়াজ উদ্দিন শেখের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজনসহ পলাতক আসামি পানজোড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে আঃ সালাম (৪৫) বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে এএসআই জাকিরুল ইসলাম, এএসআই মুকুল তালুকদার, এএসআই রিয়াজুল ইসলাম, কনেস্টবল নজরুল ইসলাম এবং ইউনুস এ অভিযান পরিচালনা করেন।
পরে গ্রেফতারকৃত চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করেন। যার নং ১১(৯)২১।
অপর দিকে একই দিন কালীগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান খান রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌড়া নয়াবাড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গৌরাঙ্গ দাসের পুত্র জীবন চন্দ্র দাসের বসত ঘরের খাটের নীচ হতে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জীবনকে আটক করেন। এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ মশিউর রহমান খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ১২(৯)২১।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন ও পাঁচ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে। থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।