মহাদেবপুরে আত্রাই নদীতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নওগাঁর মহাদেবপুরে আজ রবিবার আত্রাই নদীর পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা এলাকার জোবাইদুল ইসলামের পুত্র পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী সোমা বেগম মিলি (১৮) মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুলাভাই জুয়েল হোসেনের বাড়িতে বেরাতে আসে।
আজ রবিবার দুপুরে রামচন্দ্রপুর মধ্যপাড়া গ্রামের আত্রাই নদীর ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজের স্ত্রী সোমা বেগম নদীর গভীরে ডুবে যেতে লাগলে তাকে বাঁচাতে স্বামী পারভেজ হোসেন এগিয়ে গেলে উভয়েই নদীর পানিতে ডুবে যায়।
জুয়েল হোসেনসহ এলাকাবাসী তাদের লাশ উদ্ধারে মহাদেবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস-এর ডুবুরিদল লাশ দুটি উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন দুলাভাই-এর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন তারা।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল পারভেজ হোসেন ও তার স্ত্রী সোমা বেগম মিলির লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।