সিরাজগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:১৮ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম উদ্বোধন করে সিরাজগঞ্জ জেলা বিএনপির।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সকাল ১০টায় দলীয় অফিসের সামনে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১১ টার সময় দলীয় অফিসের সামনে থেকে বিএনপির বিজয় দিবসের মিছিল বের করা হয়। বিএনপির বিজয় দিবসের মিছিলটি ইবি রোড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।
সমাবেশ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
সন্ধ্যার পর দলীয় অফিসে জেলা বিএনপির বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান শুরু হলে পুলিশ বাঁধা দিয়ে মাইক বন্ধ করে দেন। এরপর মাইক ছাড়াই শুরু হয় আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম প্রিয় বাংলাদেশের শাশ্বত গণতন্ত্র আজ নিরুদ্দেশ, মহান বিজয়ের গৌরবগাঁথা ইতিহাসের অর্ধশতাব্দীর পরও গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের জন্য শাসকদলের নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে নিরন্তন সংগ্রাম করতে হচ্ছে। যতদিন গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে না আসবে ততদিন স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনতার সংগ্রাম চলবেই।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।