তালায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১২:১৪ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
সাতক্ষীরা তালা উপজেলায় সর্বস্তরের জনসাধারনের উপস্থিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে স্বাধীনতার ৫০তম মহান বিজয় দিবস।
গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা প্রশাসনসহ সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এর পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তালা উপজেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তালা থানা কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, তালা হাসপাতাল, তালা সরকারী কলেজ, তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমন্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালির বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।