নগরকান্দায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, দুই পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ এএম, ১১ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০২:০৪ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছ থেকে মাদক মামলার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ওই আসামীর সহযোগীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। তবে পুলিশ মাদক মামলার ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ একটি মামলা করেছে নগরকান্দা থানায়। আজ শুক্রবার সকালে নগরকান্দা থানার সহকারি উপ-পরিদর্শক রোবায়েত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মাদক মাদক মামলার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত আসামী বাবুর কাইচাইল গ্রামের গোলজার হোসেন (৪৮)কে পুলিশ গ্রেপ্তার করে। ওই সময় আসামির আত্মীয়-স্বজন পুলিশের উপর হামলা করে গোলজারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। এরা হলেন, পুলিশের সহকারি উপ-পরিদর্শক রোবায়েত হোসেন ও কনস্টেবল আবু নিশাদ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং আসামি গোলজার হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মাদক মামলার আসামি গোলজার কাইচাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডুর চাচাতো ভাই। গোলজারকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শুক্রবার এএসআই রোবায়েত হোসেন বাদী হয়ে যে মামলা করেছেন তার এক নম্বর আসামি করা হয়েছে কাইচাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেনের ভাই সালাউদ্দিন (২৫)কে।
মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি দেখানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের আরেক ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ মন্টু(৪০) এবং কবির হোসেনের চাচাতো ভাই গ্রেপ্তার হওয়া গোলজার হোসেনের ভাই আশরাফ হোসেনকে (৩৯)।
ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, আমার চাচাতো ভাই গোলজার মাদক কারবারের সাথে জড়িত তা আমি জানি। ওকে বার বার বলার পরও সে এ ব্যবসা থেকে সরে না আসায় তিনি নিজে কাইচাইল ইউনিয়ন ত্যাগ করে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় একটি বাসা ভাড়া করে বসবাস করছি।
পুলিশের উপর হামলার ঘটনার সময় তার ভাই সালাউদ্দিন ও গোলজারের ছেলে ইসরাফিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের আসামি করা হয়েছে এ নিয়ে তাঁর কোন আপত্তি নেই। তবে তার আরেক ভাই সুলতান এবং চাচাতো ভাই আশরাফ ঘটনাস্থলে ছিল না। তাদের অন্যায় ভাবে আসামি করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, আসামি ধরতে গিয়ে সহযোগীদের হামলার আহত দুই পুলিশ সদস্যকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ মামলার কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।