দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৫ এএম, ১৬ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৫:০১ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
আজ মঙ্গলবার বিকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল গোটা পঞ্চগড়। এরপর রোদের হাসি খানিকটা দেখা গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় আরও কম, ১২ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ। গতকাল সোমবার ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা ক্রমশ বাড়বে। এই সপ্তাহে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, গোটা জেলায় কুয়াশার পাশাপাশি হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। রাস্তায় বের হলেই কুয়াশায় গা ভিজে যাচ্ছে। সন্ধ্যা থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ফলে রাস্তাঘাট মাঠ ভিজে যাচ্ছে কুয়াশায়। ঘন কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। ঘন কুয়াশার দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। রিকশা-ভ্যান চালকরা যাত্রী না পেয়ে অলস সময় কাটাচ্ছেন। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কমছে। শহরের দোকানপাটও দেরিতে খুলছে।
রিকশাচালক আসলাম হোসেন জানান, দশ হাত দূরেও ঠিকমতো কোনো কিছু দেখা যায় না। রিকশায় তেমন কোনো যাত্রী উঠছে না। ভাড়া না পেলে খুব বিপদ। টাকা রোজগার না হলে সংসার চলবে কিভাবে। এদিকে জেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।