সরিষাবাড়ীতে ‘নদীতে ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৩৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
‘নদীতে ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ‘নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটি’র উদ্যোগে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আলি আক্কাস, নাটুর পাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ‘নদীতে ভাঙ্গলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটি’র কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ খান, সদস্য রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মাস্টার প্রমুখ। বক্তারা দ্রুত ‘নদী ভাঙলে জমি খাস আইন’ কালো আইন আখ্যায়িত করে তা বাতিল করে ভূমিহীন, প্রান্তিক কৃষকের জমি ফেরত দেয়ার দাবী জানান।
ত্রিশ বছর নয়, শতবছরও যদি নদী গর্ভে থেকে চর জাগে তাহলে ও জমির প্রকৃত মালিককে তা হস্তাান্তর করার দাবী করেন তারা। এ সময় বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।