গৃহকর্মীকে নির্যাতন, সিআইডি কর্মকর্তার স্ত্রী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:২৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সিআইডি কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুমি বেগমকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এই ঘটনায় নির্যাতিত কিশোরী গৃহকর্মীর মা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।
নির্যাতিত গৃহকর্মীর মা নার্গিস খাতুন বলেন, ঢাকায় কর্মরত সিআইডির উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের মীরপুরের বাসায় ৩ বছর আগে নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলাকার ওই গৃহকর্মীকে কাজের জন্য রাখা হয়। সিআইডির কর্মকর্তার স্ত্রী সুমি বেগম ওই গৃহকর্মীকে ৩ বছর ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি।
এই সময়ের মধ্যে ২ বছর ৫ মাস ঢাকার বাড়িতে এবং গত ৭ মাস ধরে নাটোর সদর উপজেলার ভাবনীর গ্রামের বাড়িতে গৃহকর্মীকে শরীরে গরম আয়রনের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতন করেন সুমি বেগম।
পরে ওই গৃহকর্মীর দাদার মৃত্যুর পর তাকে নিয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পাইকেরদোল এলাকায় আসেন সুমি বেগম। পরে শিশুটি তার মাসহ পরিবারের সদস্যদের নির্যাতনের বিষয়টি জানালে সুমি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার মধ্যরাতে নির্যাতিতা গৃহকর্মীর মা নার্গিস খাতুন মামলা দায়ের করলে সুমি বেগমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।