তালার মাগুরায় শহীদ ৪ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ এএম, ১৬ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৪:০৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সহিত সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন। জাতির এ বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগন।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিনে জাতির বরেণ্য সন্তান বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শতাধিক ব্যাক্তি ১৯৭১ সালে শহীদ ৪ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।