রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:২৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া এলাকায় নাটারাম-পদাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০), চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪)। এর মধ্যে ইউসুফ আলী ও নাহিদ শিকদার সম্পর্কে ভায়রা। রনি মিয়া ওই দুজনের শ্যালক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ আলী ও নাহিদ শিকদারের শ্বশুরবাড়ি বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে। তাঁরা গত রোববার সেখানে বেড়াতে এসেছিলেন। ইউসুফ আলী ও নাহিদ শিকদার গতকাল রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে নিয়ে স্থানীয় পদাগঞ্জ বাজারে যাচ্ছিলেন।
মোটরসাইকেল চালাচ্ছিলেন ইউসুফ আলী। খিয়ারপাড়া এলাকায় গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার।
এলাকার লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। দ্রুত নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটা থেকে দেড়টার মধ্যে ওই দুজন মারা যান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, একই মোটরসাইকেলে চেপে তিনজন বাজারে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খুবই মর্মান্তিক।