সিরাজগঞ্জে গুলিতে অন্ধ মহিলা দলের নেত্রী মেরীর পাশে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ পিএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৮:৫৮ এএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভার একটি বিশাল মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ বাধাঁ দিলে বিএনপির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে মহিলা দলের নেত্রী মেরিনা বেগম মেরী সহ বিএনপির অনেক নেতা কর্মী গুলিবিদ্ধ ও আহত হয় ।পরবর্তীকালে মেরীর দুই চোখ চির দিনের জন্য অন্ধ হয়ে যায়।
আজ মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে নগদ অর্থ ও শীতবস্ত্র নিয়ে রাজপথে প্রতিপক্ষের গুলিতে দু'চোখের আলো হারানো মহিলা দলের নির্যাতিত নেত্রী মেরিনা বেগম মেরীকে সহায়তা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান।
তিনি ছাড়াও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু কায়েস ভুঁইয়া কর্ণেল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী মিঠু নগদ অর্থ মেরীর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ খন্দকার।
উলেখ্য, এর আগে দেশে ও দেশের বাইরে মেরীর উন্নত চিকিৎসা করা হলেও দু'চোখের আলো আর ফেরেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সময় মেরিনা বেগম মেরীর খোঁজখবর নেন ও সহযোগিতা করে আসছেন।