বন দখলের শীর্ষ দশে এমপি দবিরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:৪৪ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
জাতীয় সংসদে ঠাকুরগাঁও-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম। দেশের মোট বনভূমির অবৈধভাবে দখলে রাখা শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বনের ভূমি দখলকারীদের শীর্ষ দশের মধ্যে দবিরুল ইসলাম এর নাম রয়েছে দুই নম্বরে।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারাদেশের সংরক্ষিত বনভূমির মধ্যে এক লাখ ৩৮ হাজার ৬১৩ একর জবরদখলে রয়েছে। এর মধ্যে স্থায়ী স্থাপনাসহ প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ৮২০ একরে। অবৈধ দখলদারের সংখ্যা ৮৮ হাজার ২১৫ জন। এই তালিকা প্রায় পাঁচ হাজার পৃষ্ঠার।
মন্ত্রণালয় বলছে, এটাই জবরদখলকারীদের পূর্ণাঙ্গ তালিকা। মাঠ পর্যায়ের সব বন বিভাগ থেকে সংরক্ষিত বনভূমিতে জবরদখলের বিস্তারিত তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে। সংশ্নিষ্টরা জানিয়েছেন, গত ২২ নভেম্বর বন মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকে এসব জবরদখল করা ভূমি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সময়ে সিপিবির এমপি ও বর্তমানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাংসদ দবিরুল ইসলামের দখলে রয়েছে ৭২ দশমিক ৫৫ একর বনভূমি। এই জমিতে চা বাগান ও চাষাবাদ করা হচ্ছে। ঘরবাড়িও তৈরি করা হয়েছে।
দক্ষিণপাড়িয়া মৌজার অর্ধশতাধিক দাগ উল্লেখ করে মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে বলছে, এই জমির মাঠ পর্চা বন বিভাগের নামে। অনেক আগ থেকেই তিনি এই জমি দখল করে রেখেছেন। তাকে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসকের কাছে বন বিভাগ থেকে চিঠিও দেওয়া হয়েছে। তবে অন্য দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা হলেও দবিরুল ইসলামের বিরুদ্ধে বন বিভাগ কোনো মামলা করেছে বলে তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দবিরুল ইসলাম বলেন, এই তালিকার সংবাদ তার জানা নেই। স্থানীয় বন অফিস বা প্রশাসনের কেউ কখনও তার কাছে এমন কিছু দাবি করেননি।
কীভাবে তালিকায় তার নাম এলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি করলে নানা ধরনের পক্ষ-বিপক্ষ থাকে। কেউ হয়তো বিদ্বেষপূর্ণভাবে তার বিরুদ্ধে এই তালিকায় নাম উঠিয়েছে।