মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির দূর্নীতির প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:৩২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সাতক্ষীরা তালা উপজেলায় বাদপড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের লক্ষে পকেট কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় তালা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনটি পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের নির্দেশক্রমে সারা দেশে বাদপড়া মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই বাছাই এর কাজ চলছে।
মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি স্বার্থান্বেষী মহল তালা মুক্তিযোদ্ধা সংসদের কোন মিটিং বা আলোচনা ছাড়াই নিজেদের ইচ্ছামত "মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি" পাশ করিয়ে আনে।
উল্লেখিত কমিটির অন্যতম সদস্য জনাব হাজী সোবহান সাহেব এর বাড়ীতে গত কয়েক মাস ব্যাপী আবেদনপত্র জমা নেওয়া ও যাচাই বাছাই এর নামে বাণিজ্য শুরু করেছেন।
তা ছাড়া তিনি নিজেকে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে পরিচয় দিয়ে উক্ত কমিটির সদস্য হয়েছেন। কিন্তু তিনি আদৌ মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন না।
অন্যদিকে অপর সদস্য জনাব সুভাষ সরকার তালা উপজেলা মুক্তিযোদ্ধাদের ভালোমত চেনেননা বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় জনাব সুভাষ সরকার যদি এ কমিটিতে থাকেন তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ পড়ার আশঙ্খা রয়েছে।
তিনি আরও বলেন হাজী সোবহান সাহেব ও সুভাষ সরকার এর মত অসৎ মানুষ যদি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে থাকেন, তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
তাই তালা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি থেকে দূর্নীতিবাজ, অসৎ হাজী সোবহান ও সুভাষ সরকারকে বাদ দিয়ে পুনরাই নতুন কমিটি গঠন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।
এ সময় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জিএমএ সবুর, আলাউদ্দিন জোয়ারদার, বাবর আলী, আবুল হোসেন গাজী, নুর আলী প্রমুখ।