সরিষাবাড়ীতে টিকা না পেয়ে উত্তেজনাঃ কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত তারিখ অনুযায়ী অনলাইনে নিবন্ধনকারী ব্যাক্তিরা করোনার টিকার দ্বিতীয় ডোজ না পেয়ে ফিরে গেছেন অনেকেই। টিকা না পেয়ে তারা কর্তৃপক্ষের অবহেলা এবং অব্যবস্থাপনা তীব্র প্রতিবাদ জানানোর সময় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে সরিষাবাড়ী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপায়ন্তর না দেখে বরাদ্দকৃত টিকা শেষ জানিয়ে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
টিকা না পেয়ে ফিরে আসা ব্যাক্তিদের সূত্রে জানাগেছে, রোববার সকাল ৯টায় অনলাইন নিবন্ধনকারীরা এসএমএস পেয়ে টিকা নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া যারা এসএমএস পাননি তবে প্রথম ডোজ নেওয়ার সময় তাদের হাতেলেখা তারিখ অনুযায়ী তারাও দ্বিতীয় টিকা নিতে লাইনে দাঁড়ান। এ সময় টিকার বুথ থেকে জানানো হয়, এসএমএস না পেলে টিকা দেওয়া হবে না।
এ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা ব্যাক্তিরা লাইনে দাড়িয়ে হৈ চৈ শুরু করেন। তাদের অভিযোগ, ইতোপূর্বে যারা নিবন্ধন করে এসেছেন, এসএমএস না পেলেও তাদের টিকা দেওয়া হয়েছে। কিন্তু এখন তা বন্ধ ঘোষণা করা হয়রানিমূলক বলে প্রতিবাদ করেন। টিকা নিতে আসা মোঃ হাবিবুল্লাহ জানান, ময়মনসিংহে চাকরি করি। নির্ধারণ তারিখ থাকায় স্ত্রীসহ টিকা নিতে আসি। কিন্তু টিকা না পাওয়ায় হয়রানির শিকার হলাম।
পিংনা এলাকা থেকে আসা পশু চিকিৎসক আব্দুল বারেক জানান, নির্ধারিত তারিখে টিকা নিতে এসেও পেলাম না। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকেও চলে যেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসাক ডাঃ সাহেদুর রহমান সাহেদ জানান, দ্বিতীয় ডোজের বরাদ্দকৃত টিকা কম থাকায় রোববার শুধুমাত্র এসএমএস প্রাপ্তদের দেওয়া হয়। কিন্তু ইতোপূর্বে এসএমএস না পেলেও টিকা দেওয়া হতো বিধায় উপস্থিত লোকজন হৈ চৈ শুরু করে। বরাদ্দকৃত টিকা শেষ হওয়ায় নতুন করে না আসা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান, টিকার সঙ্কট থাকায় লাইনে দাঁড়ানো লোকজন হৈ চৈ করেছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।